Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ বাতিল

সিরিজ শুরুর আগে প্রস্ততি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না সফরকারী অস্ট্রেলিয়া দল। ফতুল্লা স্টেডিয়াম খেলার মতো প্রস্তুত না হওয়ায় বাতিল করা হয়েছে বিসিবি একাদশের সাথে তাদের এই ম্যাচটি।

সূচি অনুযায়ী ২২ ও ২৩ আগস্ট প্রস্তুতি ম্যাচটি বিসিবি একাদশের বিপক্ষে হওয়ার কথা ছিলো। তাই সিরিজের আগে এখন কেবল অনুশীলনই ভরসা অজিদের। প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের পছন্দের তালিকায় থাকলেও, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে মাঠটি খেলার জন্য অনুপযুক্ত। অস্ট্রেলিয়া অনেক আগেই ফতুল্লা ছাড়া অন্য কোথাও ম্যাচটি না খেলার কথা জানিয়ে দিলেও, ইস্যুটি আজ সোমবার পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল বিসিবি। এদিকে সোমবার সকালেও মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া দল। আর সিরিজের আগে প্রস্তুতি ম্যাচটা হলে কৌশল নির্ধারণ করা সহজ হতো বলে মনে করেন, অজি কোচ ড্যারেন লেহম্যান।

যমুনা অনলাইন/এফকে

Exit mobile version