Site icon Jamuna Television

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন করোনা আক্রান্ত প্রিন্স চার্লস

করোনভাইরাস থেকে প্রাথমিক পুনরুদ্ধার কামনা করে চিঠি লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দ্যা প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চার্লস। সোমবার রাতে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হওয়ায় গত ২৯ মার্চ এক চিঠিতে গভীর দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু প্রিন্স চার্লসের গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আমাদের অভিন্ন ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আমি সব সময় আপনার ব্যক্তিগত মহত্ত্ব এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বের প্রশংসা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স চার্লসের পূর্ণ আরোগ্য এবং যুক্তরাজ্যের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে যুক্তরাজ্যের সঙ্গে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এছাড়াও, শেখ হাসিনা করোনাভাইরাসে বাংলাদেশের পরিস্থিতি এবং এর প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রিন্স চার্লসকে অবহিত করেন।

Exit mobile version