Site icon Jamuna Television

করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কলেজ শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:

নওগাঁয় করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে জাকিরুল ইসলাম (৪২) নামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ( ৬ এপ্রিল) দুপুরে শহরের উকিল পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক শিক্ষক রাজশাহী জেলার বাগমারা উপজেলার জিয়ান্দপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) রাকিবুল আক্তার জানান, সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে নিজের ফেসবুকে গত ৫ এপ্রিল একটি ইউটিউব লিংক শেয়ার করেন তিনি। সেই ভিডিওতে দেখানো হয় লক- ডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা মেয়ে ছেলেসহ পরিবারের সবাই আত্নহত্যা করেছে। এমন একটি ভুয়া তথ্য সমাজের ছড়ানোর দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ভিডিওর মাধ্যমে দেশের ভাবমূর্তি, সুনাম ক্ষুন্ন এবং গুজব ছাড়ানোর দায়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।পরে সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version