Site icon Jamuna Television

করোনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় অভিনব কায়দায় নিয়োগ পরীক্ষা

ভাইরাসের বিস্তার ঠেকাতে অব্যাহত কড়াকড়ির মধ্যেই অভিনব উপায়ে একটি নিয়োগ পরীক্ষা নেয়া হলো দক্ষিণ কোরিয়ায়। দেশটির একটি ফুটবল স্টেডিয়ামকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করে সেখানেই চাকরির এ পরীক্ষা নিলো দেশটির পাবলিক করপোরেশন।

পরীক্ষার্থীদের শারীরিক দূরত্ব নিশ্চিতে ৫ মিটার দূরত্বে রাখা হয়েছে প্রতিটি আসন।

পরীক্ষা নিয়ন্ত্রক লি কেয়ংসেও বলেন, কিছুটা মুশকিলই ছিল এভাবে পরীক্ষা নেয়া। কারণ এখানে অনেক ঠাণ্ডা। তবে ঠিকঠাকভাবেই শেষ করতে পেরেছি।

করোনার প্রভাবে চলমান অর্থনৈতিক সংকটের কারণেই নিয়োগ পরীক্ষা বাতিল সম্ভব হয়নি বলে জানিয়েছে আরবান করপোরেশন কর্তৃপক্ষ।

পরীক্ষা নিয়ন্ত্রক হা ইয়ুন সাং বলেন, গত দু’মাসে বহু নিয়োগ পরীক্ষা বাতিল হয়েছে। তবে বিভিন্ন খাতে আমাদের প্রচুর লোকবল প্রয়োজন। পরিস্থিতিই বাধ্য করেছে এমন পদক্ষেপ নিতে।

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় অর্থনৈতিক সংস্কারে নানা পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া। অর্থনীতি পুনরুদ্ধারে ৮শ’ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে দেশটির সরকার।

Exit mobile version