Site icon Jamuna Television

সমর্থকদের চাপে কর্মীদের বহাল করলো লিভারপুল

সমর্থকদের চাপে পড়ে কর্মীদের বহাল করলো ইংলিশ জায়ান্ট লিভারপুল। কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত ভুল ছিল জানিয়ে ক্ষমা চেয়েছেন লিভারপুলের প্রধান নির্বাহী পিটার মুরস।

গত শনিবার ইউরোপ সেরা ইংলিশ ক্লাবটি তাদের খেলার বাইরের প্রায় ২০০ কর্মীকে সাময়িক ছুটি দিয়ে দিয়েছিল। এই সময়টায় কর্মীদের বেতনের শতকরা ২০ ভাগ দেওয়ার কথা, জব রিটেনশন পলিসি অনুযায়ী বাকি ৮০ ভাগের দায়িত্ব বর্তায় সরকারের ওপর। এই সাময়িক ছুটি ঘোষণার পর পরই ক্লাবটির বিরুদ্ধে তিনদিন ধরে চলে নেতিবাচক সমালোচনা।

অবশেষে সোমবার এই সাময়িক ছুটি বাতিল করার ঘোষণা দিতে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বের সপ্তম ধনী ক্লাব লিভারপুল গত মৌসুমে লাভ করে ৪ কোটি ২০ লাখ পাউন্ড।

Exit mobile version