Site icon Jamuna Television

কুমিল্লায় ইয়াবাসহ কারারক্ষী আটক

ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়লেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী তরিকুল ইসলাম শাহীন।

সিনিয়র জেল সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারাগারে প্রবেশের সময় কারারক্ষী শাহীনকে অন্যান্য কর্মকর্তাদের সামনে তল্লাশি করা হয়। এ সময় তার পকেটে থাকা সিগারেটের প্যাকেট থেকে জব্দ করা হয় ১০৬ পিস ইয়াবা। পরে ব্যারাকে শাহীনের রুমে তল্লাশি চালিয়ে আরও ৪১৬ পিস ইয়াবা উদ্ধার করেন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরেই বন্দীদের কাছে মাদক বিক্রি করতো বলে স্বীকার করেছে শাহীন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version