Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ভারত-পাকিস্তানে হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত

ভারত-পাকিস্তানে গেলো ২৪ ঘণ্টায় আরও এক হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে পাকিস্তানেই ৬ শতাধিক। ভারতে এই সংখ্যা প্রায় ৫শ’।

এছাড়া এক দিনের ব্যবধানে ভারতে ১৮ জনের প্রাণ গেছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩৬ জনে। মোট আক্রান্ত প্রায় ৫ হাজার। এর মধ্যে মুম্বাইয়ে ৫ চিকিৎসক ও ২৬ নার্সসহ করোনায় আক্রন্ত হয়েছে অনেক স্বাস্থ্যকর্মী।

আশঙ্কা করা হচ্ছে, ১৪ এপ্রিলের মধ্যে ১৭ হাজার ছাড়িয়ে যাবে সংক্রমণের সংখ্যা। কারণ প্রতি চার দিনে দ্বিগুন হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এদিকে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা অর্ধশত। সংক্রমিত প্রায় চার হাজার মানুষ।

Exit mobile version