Site icon Jamuna Television

খুলনায় জ্বর-সর্দি-কাশি নিয়ে বৃদ্ধার মৃত্যু

খুলনা প্রতিনিধি:

খুলনার রূপসা উপজেলার দেবীপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সালেহা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত দু’টায় নিজ বাড়িতে তিনি মারা যান।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ওই বৃদ্ধা ৭ দিন আগে তার নাতির সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি তথ্য গোপন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেন। সোমবার রাতে তিনি বাড়িতে মারা গেছেন। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, মৃত বৃদ্ধা ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার জানান, যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। তাদেরকে দ্রুত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

Exit mobile version