Site icon Jamuna Television

এপ্রিলে করোনার বিস্তার আরও বাড়তে পারে, সতর্ক করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল মাসে করোনাভাইরাসের বিস্তার আরও বাড়তে পারে তাই এ সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে গণভবনে করোনা পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সাথে ভিডিও কনফারেন্স-এ তিনি একথা জানান।

তিনি বলেন, দেশে সামাজিক নিরাপত্তার কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি, সেফটিনেট তালিকার বাইরে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্যও রেশন কার্ড করে দেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয় ও আমার কার্যালয় সমন্বয় করে কাজটি করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সামাজিক সুরক্ষার বাইরে থাকা লোকদেরও তালিকা করতে হবে। তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে।

এসময়, মানুষের এই দুর্ভোগের সময় দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ার করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা রোগিদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় সবাইকে এগিয়ে এসে পাশে দাড়ানোর আহ্বান করেন তিনি।

Exit mobile version