Site icon Jamuna Television

করোনা: নিউইয়র্কে এক বাংলাদেশি চিকিৎসকসহ ৬ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক চিকিৎসকসহ আরও ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণ গেছে মোট ৮৬ বাংলাদেশির।

মৃত বাংলাদেশি চিকিৎসকের নাম মোহাম্মাদ ইফতেখার উদ্দিন। নিউউয়র্কের স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন তিনি। সিলেট ওসমানী মেডিকেল কলেজে পড়ালেখা করেন এ মুক্তিযোদ্ধা।

সোমবার মারা যাওয়াদের মধ্যে রয়েছেন, ৫৮ বছর বয়সী মো: আজাদ বাকি। বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য ছিলেন তিনি। নিউইয়র্কের কুইন্সের এল্মহার্স্ট হাসপাতালে মারা যান তিনি। গত আটদিন ধরে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন আজাদ।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন অনেক বাংলাদেশি।

Exit mobile version