Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মৃত্যু

২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। বিশ্বজুড়ে এখন মৃতের সংখ্যা ৭৪ হাজার ৬৯৭। আক্রান্ত সাড়ে ১৩ লাখ মানুষ। শুধু সোমবারই নতুন রোগী শনাক্ত হয়েছে ৭২ হাজার।

এদিন, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন, এক হাজার ২৫২ জন। এ নিয়ে দেশটিতে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।

এছাড়া ইতালি, স্পেন আর ফ্রান্সে মৃত্যু হয়েছে আরও প্রায় ২২শ’ মানুষের। টানা দু’সপ্তাহ রেকর্ড প্রাণহানি ও সংক্রমণের পর, দেশ তিনটিতে মৃতের সংখ্যা কিছুটা কমছে।

এদিকে, একটু একটু করে ভাইরাস বিস্তারের গতি বাড়ছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। সৌদি আরবে আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়ানোর পর, চারটি প্রদেশ ও পাঁচটি বড় শহরে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়েছে।

মহামারির ভয়াবহ বিপর্যয়ের মধ্যে, বৃহস্পতিবার প্রথম, বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

Exit mobile version