Site icon Jamuna Television

ফ্রান্সে করোনায় আক্রান্ত চিকিৎসকের আত্মহত্যা

আত্মহত্যা করেছেন ফরাসি লিগ ওয়ানের ক্লাব রেইমসের চিকিৎসক বের্নাদ গঞ্জালেস। করোনাভাইরাসে আক্রান্ত বেনার্দের চিকিৎসা চলছিলো।

সুইসাইড নোটে ৬০ বছর বয়সী গঞ্জালেস উল্লেখ করেছেন, তিনি কোভিড-১৯-এ আক্রান্ত।

অবশ্য, দুদিন আগেও তার অবস্থা ভালো ছিলো। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রেইমসে। ক্লাব প্রেসিডেন্ট জেন-পিয়েরে সায়লট থেকে শুরু করে ফুটবলার সমর্থকরাও মর্মাহত ২০ বছর ধরে এই ক্লাবে কাজ করা গঞ্জালেসকে হারিয়ে।

ক্লাব প্রেসিডেন্ট জেন-পিয়েরের মতে, মহামারি রেইমসের হৃদয়ে আঘাত করেছিলো।

Exit mobile version