Site icon Jamuna Television

নতুন মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ, দুইজন ঢাকার

করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৪১ জন। নতুন মৃত পাঁচজনের মধ্যে চারজনই পুরুষ। বাকীজন মহিলা। এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, নতুন মারা যাওয়াদের মধ্যে দুইজনের বাড়ি ঢাকায়। বাকীরা দেশের বিভিন্ন জেলার।

ডা. ফ্লোরা আরো জানান, মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আছেন একজন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে আছেন দুইজন এবং ৬০ বছর বয়সের ওপরে আছেন দুইজন।

Exit mobile version