Site icon Jamuna Television

বাড়ছে আক্রান্তের সংখ্যা, গত দুইদিনে সুস্থ নেই কেউ

ক্রমেই জটিল হচ্ছে দেশের করোনাভাইরাস পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৪১ জন। মারা গেছে ৫ জন। ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে দেশে মোট আক্রান্ত হয়েছে ১৬৪ জন। মোট মারা গেছে ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন। তবে গত দুইদিনে কারো সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।

গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ৩৫ জন। আর মৃতের সংখ্যা ছিলো তিনজন। রোববার আক্রান্তের সংখ্যা ছিলো ৯ জন।

ডা. ফ্লোরা জানান, নতুন আক্রান্তদের মধ্যে ২০ জনই ঢাকার। ১৫ জন নারায়ণগঞ্জের। মৃত পাঁচজনের চারজনই পুরুষ। বাকীজন মহিলা। নতুন কেউ সুস্থ হননি।

Exit mobile version