Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, ৩ বাড়ি লকডাউন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

করোনা উপসর্গ নি‌য়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়িতে মারা যান তিনি। এ ঘটনার পরে রামগতি উপজেলার চরশীতা গ্রামে মৃত্যু ব্যক্তির বাড়িসহ ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রামগতি উপজেলার আবাসিক মেডিকেল অফিসার পরিজাত দও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দু’দিন আগ থেকে তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাড়িতে মারা যান।

তিনি জানান, করোনা উপসর্গ সন্দেহে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হবে।

Exit mobile version