Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত জবি শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষা শেষে তার করোনাভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করে।

করোনায় আক্রান্ত শিক্ষার্থী জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। পরিবারের সাথে উত্তরায় থাকেন তিনি।

ওই শিক্ষার্থী জানান, গত এক সপ্তাহ ধরে তার জ্বর ও মাথা ব্যাথা ছিল। গতকাল সোমবার হটলাইনে ফোন দিলে তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ পরীক্ষার জন্য নিয়ে যায়। পরে আজ মঙ্গলবার পরীক্ষা শেষে তাকে করোনাভাইরাস পজিটিভ বলে আইইডিসিআর নিশ্চিত করে। সে এখন পরিবারের সাথে উত্তরার বাসায় অবস্থান করছেন। আগামীকাল তাকে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, ওই শিক্ষার্থী উত্তরায় তার পরিবারের সাথে আছে। কাল তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Exit mobile version