Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে চিকিৎসকসহ আরও ৫ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও পাঁচ প্রবাসী বাংলাদেশি মারা গেলেন। নিহতদের মধ্যে তিনজন নিউইয়র্কের বাসিন্দা, বাকিরা মিশিগানের। এনিয়ে দেশটিতে ৯১ প্রবাসীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৫ জনই নিউইয়র্কের।

এদিকে করোনাভাইরাসে মৃতদের তালিকায় প্রথমবারের মতো যুক্ত হলো এক বাংলাদেশি চিকিৎসকের নাম। ডাক্তার মোহাম্মদ ইফতেখার উদ্দিন নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন।

এছাড়া বাংলাদেশ সোসাইটি’র কার্যকরী সদস্য মোহাম্মদ আজাদ বাকি মারা গেছেন। এল্মহার্স্ট হাসপাতালে মারা যান ৫৮ বছর বয়সী এই প্রবাসী। আক্রান্ত আরও অনেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিউইয়র্কে বিপুল সংখ্যক বাংলাদেশির মৃত্যুতে আতঙ্কিত অন্যান্য রাজ্যের প্রবাসীরা।

Exit mobile version