Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ান ওপেন থেকে আজারেঙ্কার নাম প্রত্যাহার

ছেলে অভিভাবকত্ব নিয়ে সৃষ্ট জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন সাবেক শীর্ষ টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা।

ছেলে লিও’র অভিভাবকত্ব নিয়ে সাবেক সঙ্গীর বিরোধ নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তিনি ক্যালিফোর্নিয়া ছাড়তে পারছেন। উইম্বলডনের পর তিনি আর কোনো গ্র্যান্ড স্লামে অংশ নেননি।

টুর্নামেন্টের পরিচালক ক্রেইগ টিলে বলেন,“ভিকা’ অস্ট্রেলিয়ায় আসতে পারবেন না, এটি  দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়ান ওপেন তার প্রিয় টুর্নামেন্ট, এবং তিনি পরবর্তী বছরের আয়োজনের অংশগ্রহণের আশা রাখছেন।”

উল্লেখ্য, বেলারুশ বংশোদ্ভুত মার্কিন নাগরিক আজারেঙ্কা দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version