Site icon Jamuna Television

লকডাউনে অন্য রুপে সাকলাইন

পাকিস্তান ক্রিকেট দলের সর্বকালের সেরা স্পিনার সাকলাইন মুস্তাক। লকডাউনের সময়ে অন্য এক রুপে ধরা দিয়েছেন এই ক্রিকেটার।

ঠোঁটে লিপস্টিক, মাথাভর্তি গোলাপি চুল সাথে চোখে আইলাইনার দেখে বোঝার উপায় ছিলো না এ কোন সাকলাইন? ঠিক এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেখানে দেখা যায়, এই সাবেক পাকিস্তানি স্পিনারের সঙ্গে রয়েছেন তারই কন্যা। তবে ভিডিওতে মুখ দেখা যায়নি কন্যার। আর এই যে আমার মেকআপ আর্টিস্ট বলে সাবেক এই স্পিনার পরিচয় করিয়ে দিচ্ছেন মেয়ের।

টুইটারে ভিডিওটি শেয়ার করে সাকলাইন লেখেন, ‘নিরাপদে থাকুন। বাড়িতে থাকুন। আর প্রিয়জনের সঙ্গে এই ভিডিও উপভোগ করুন।’ নতুন এই রূপের জন্য মেয়েকে ধন্যবাদ জানান সাকলাইন।

Exit mobile version