Site icon Jamuna Television

রণতরীতে করোনা ছড়িয়ে পড়ার ঘটনায় মার্কিন নৌবাহিনীর মন্ত্রীর পদত্যাগ

মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট বিতর্কে এবার পদত্যাগ করলেন, ভারপ্রাপ্ত নৌবাহিনীর মন্ত্রী থমাস মডলি। মঙ্গলবার, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।

রুজভেল্টে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায়, ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার পেন্টাগন বরাবর চিঠি লিখে বোকামি করেছেন- এমন কথা বলেন থমাস। এরপরই, ক্যাপ্টেনকে চাকরিচ্যুত করেন তিনি। পরে, নিজ আচরণের জন্য ক্ষমাপ্রার্থণার দু’ঘণ্টার মাথায় পদত্যাগ করেন মোডলি।

এর আগেই, রণতরীতে করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলার অভিযোগে মোডলির পদত্যাগ দাবি করেন আইনপ্রণেতারা। তবে, প্রতিরক্ষা মন্ত্রণালয় বা নৌবাহিনী পদত্যাগের বিষয়ে এখনই কোন মন্তব্য করতে রাজি নয়।

Exit mobile version