Site icon Jamuna Television

নীলফামারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর
তৃতীয় দফায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষা হওয়া ৫৩ টি নমুনার মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তি নীলফামারীর কিশোরগঞ্জের চিকিৎসক। অন্যদিকে চতুর্থ দফায় আরও ৫৬ টি নমুনা নিয়ে আজ সকাল ১০ টায় আবারও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার প্রফেসর এ কে এম নূর-উন-নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার জমা পড়া ৫৩ টি নমুনা তৃতীয় দফায় মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত পরীক্ষার পর রাতে আইইডিসিআরএ ফলাফল পাঠানো হয়। এরমধ্যে ৫২ টি নেগেটিভ হলেও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক । এছাড়াও আজ চতুর্থদফায় ৫৬ টি নমুনা নিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। রাতে সেগুলোর ফলাফল আইইডিসিআরে পাঠানো হবে।

এর আগে দ্বিতীয় দফায় ২৭ টি ও প্রথমবারের মতো ৪২ টি জমা পড়া নমুনা দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়, তাতে কেউ করোনা শনাক্ত হয়নি।

Exit mobile version