Site icon Jamuna Television

কানাডার পররাষ্ট্র উপমন্ত্রী করোনায় আক্রান্ত

কানাডার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মারটা মর্গান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবরটি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, উপমন্ত্রী মারটা মর্গানের দেহে করোনা ভাইরাসের মৃদু উপসর্গ দেখা দেয়ায় তিনি চিকিৎসকদের পরামর্শ নেন। পরে টেস্ট করায় করোনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপমন্ত্রীর সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করার কাজ চলছে।

সূত্র: গ্লোবাল নিউজ

Exit mobile version