Site icon Jamuna Television

লালমনিরহাটে সব ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি:

করোনাভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় লালমনিরহাট জেলায় সকল ধরনের যানবাহন, দোকানপাট, সাপ্তাহিক হাটবাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ করেছে প্রশাসন।

আজ থেকে জেলার সকল প্রবেশ ও বর্হিগমন স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অত্যাবশ্যকীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কৃষিপণ্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে এবং ঔষধের দোকান, হাসপাতাল ও ক্লিনিকগুলো সারাদিন খোলা রাখার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

সামাজিক দূরত্ব বজায় রেখে এসব প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। তবে মেডিকেল সার্ভিস, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, কৃষি নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহি যানবাহন, সংবাদপত্র, প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাবাহিনী, সেনাবাহিনী জরুরি ত্রাণ পরিবহনের কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

Exit mobile version