Site icon Jamuna Television

করোনার মধ্যেও দিনাজপুরে বাজারে উপচেপড়া ভিড়, রাস্তায় যানজট

দিনাজপুর প্রতিনিধি
করোণা ভাইরাস নিয়ে সারা বিশ্ব আতঙ্কিত হলেও দিনাজপুরে হাট-বাজার রাস্তায় লোক সমাগম ও যানবাহন চলাচল দেখে এর কিছুই বোঝা যাচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত আগের মতই রাস্তায় যানজট লেগে থাকছে। বাজারে মানুষের উপচেপড়া ভিড়।

দিনাজপুরে গতকাল ৭ এপ্রিল পর্যন্ত ১৯ জনকে হোম কোয়ারেন্টাইমে রাখা হয়েছে। জেলার ১৩ উপজেলা থেকে ১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭ জনের নেগেটিভ পেয়েছে। বাকিগুলি পরীক্ষা চলছে। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে দিনাজপুরে ২৬০০ জন বিদেশ ফেরত রয়েছে। যাদেরকে নজরে রাখা হয়েছে। কিন্তু এর মধ্যেও বাজারে মানুষের ভিড় লেগে আছে। রাস্তায় অনেক গাড়ি।

এদিকে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। মোবাইল কোট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। গত দুদিন ধরে প্রশাসন একটু শক্ত হলেও সামাল দেয়া যাচ্ছে না। জনগণকে বোঝানো যাচ্ছে না।

Exit mobile version