Site icon Jamuna Television

সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীতে সেনাবাহিনীর টহল

করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত এবং সাধারণ মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছেন সেনাবাহিনীর সদস্যরা।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী। খিলগাঁওয়ের সিপাহিবাগ কাঁচা বাজারে মানুষকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার পরামর্শ দেন তারা। এসময় করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কেও মানুষকে অবহিত করা হয়। সবাইকে মাস্ক পড়ে এবং সতর্কতার সাথে চলাফেরা করতে বলেন সেনাসদস্যরা। ক্রেতারা জানান নিতান্ত বাধ্য হয়েই বাজারে আসতে হচ্ছে তাদের।

Exit mobile version