Site icon Jamuna Television

গোপালগঞ্জে করোনা সন্দেহে নারীকে হাসপাতালে ভর্তি, বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্রটার, গোপালগঞ্জ

গোপালগঞ্জে করোনা আক্রান্ত সন্দেহে এক নারীকে মঙ্গলবার রাতে ঢাকায় কুয়তে মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ওই নারী শরীরে করোনার উপর্সগ নিয়ে সদর হাসপাতালে আসলে সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়।

এ সময় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া ও অন্যন্য করোনার উপর্সগ থাকায়, চিকিৎসকদের সন্দেহজনক মনে হলে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে জানান সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

এছাড়া গত কয়েকদিনে চিকিৎসক সহ যারা ওই নারীর সংর্স্পশে এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে, সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে ওই নারীর বাড়িসহ আশ-পাশরে বেশ কয়কেটি বাড়ি লকডাউন করা হয়ছেে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান খান।

Exit mobile version