Site icon Jamuna Television

জামালপুরে হাসপাতালের ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত, পুরো জেলা লকডাউন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বুধবার সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ। বুধবার সন্ধ্যায় সংগ্রহিত নমুনার রিপোর্ট পজেটিভ আসে বলে নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন।

জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে আজ সকালে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় ওই ব্যক্তির সংগ্রহিত নমুনার রিপোর্টে পজেটিভ আসে। পরে তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসোলেশনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে, গত রোববার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে ঢাকা ফেরত এক যুবকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।

এদিকে, রাতে জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে এ লকডাউন কার্যকর হবে।

Exit mobile version