Site icon Jamuna Television

টাইগারদের নতুন স্পিন কোচ সুনিল যোশি

আপাতত অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিসিবি’র স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন সাবেক ভারতীয় স্পিনার সুনিল জোশি। অস্ট্রেলিয়া সিরিজ শেষে তাকে দীর্ঘ মেয়াদে কোচ হিসেবে নিয়োগ দেবার পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের।

 

অস্ট্রেলিয়া সিরিজ থেকেই সাকিব তাইজুল মিরাজদের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেলেন সুনিল জোশি। বেশ কয়েকদিন ধরে বিসিবির ক্রিকেট পাড়ায় অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের নামে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুনিল জোশিকে নিয়োগ দেয়। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে জোশি জাতীয় দলের স্পিনারদেরকে নিয়ে কাজ করবেন।

 

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের জার্সিতে ১৫টি টেস্ট এবং ৬৯ টি ওয়ানডে খেলা জোশি শিকার করেছেন ১০৮ উইকেট। প্রথম অবস্থায় ২০ দিনের চুক্তিতে আসছেন এই ভারতীয়।

 

যমুনা অনলাইন/এফকে

Exit mobile version