Site icon Jamuna Television

বিশ্বকাপজয়ী যুবাদের আড়াই লাখ টাকা অনুদান

করোনা প্রাদুর্ভাবে অসহায় মানুষের সহায়তায় আড়াই লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এই অর্থ সরাসরি ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াবের) মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবে যুবারা।

দেশের চুক্তিবদ্ধ প্রথম শ্রেণির সকল ক্রিকেটারদের পর এবার সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সংগঠনের মাধ্যমে তহবিল গঠন করল আকবর-শামিম-শরিফুলরা। দেশের এই দুঃসময়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দায়িত্ববোধ প্রশংসনীয় জানিয়েছে কোয়াব।

এর আগে জাতীয় দলের ক্রিকেটাররাও করোনায় অসহায়দের পাশে দাঁড়াতে তহবিল গঠন করে। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তাদের বেতন থেকে আর অনেকেই দিয়েছেন নিজ উদ্যোগে।

Exit mobile version