Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর খুনি মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের করা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা আবেদন খারিজ হয়েছে। গতকাল করা তার এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিলো।

গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ এম হেলাল চৌধুরী এই মৃত্যু পরোয়ানা জারির আদেশ দেন। শেষ বিকেলে কারা কর্তৃপক্ষ মৃত্যু পরোয়ানা পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে মাজেদ।

বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের উকিল মোশাররফ হোসেন কাজল জানান, বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে আদালত। সেই মৃত্যু পরোয়ানা কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে। কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষ আদালতের এই মৃত্যু পরোয়ানা কার্যকর করবে। প্রায় ৪৫ বছর পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদ রাজধানীর মিরপুর থেকে সোমবার রাতে গ্রেফতার হন।

Exit mobile version