Site icon Jamuna Television

ইউটিউবে শিরোনামহীনের নতুন গান

ইউটিউবে নতুন গান মুক্তি দিয়েছে ব্যান্ড দল শিরোনামহীন। গানটির নাম ’বোহেমিয়ান’।

রোববার নিজেদের অফিশিয়াল চ্যানেল ‘শিরোনামহীন টিভি’-তে এ গানটি মুক্তি দেওয়া হয়। গানটি নিবেদন করছে প্রাণ পটেটো।

সোমবার দুপুর নাগাদ ’বোহেমিয়ান’-এর মিউজিক ভিডিওটি ৪০ হাজারের বেশি দেখা হয়েছে।

এক সময়ে জনপ্রিয়তা তুঙ্গে ছিল শিরোনামহীন ব্যান্ড দলটি। যদিও মাঝে হারিয়ে যেতে বসেছিল ব্যান্ড দলটি, কিন্তু সম্প্রতি আবার একটু একটু আগের অবস্থানে ফিরতে চাইছে তারা।

প্রতি মাসে একটি করে গান ইউটিউবে মুক্তি দিচ্ছে এ ব্যান্ড দলটি। গত ৭ ডিসেম্বর তারা মুক্তি দেয় ‘জাদুকর’ শিরোনামের গানটি।

ব্যান্ড দলটির সদস্যদের অংশগ্রহণে ‘বোহেমিয়ান’-এর মিউজিক ভিডিওটি তৈরি করেছেন আশরাফ শিশির। আর জিয়াউর রহমানের কথায় গানটিতে সুর করেছেন কাজী শাফিন আহমেদ।

আপনি দেখুন শিরোনামহীনের ‘বোহেমিয়ান’, এই লিংকে:

Exit mobile version