Site icon Jamuna Television

নাটোরে কোটি টাকা মূল্যের প্রাচীন মূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের সিংড়ায় এক পুকুর থেকে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিয়াশ গ্রামে একটি পুরনো পুকুর সংস্কারের সময় মূর্তিটি পাওয়া যায়। স্থানীয়দের ধারণা মূর্তিটি মূল্যবান কষ্টিপাথরের দ্বারা তৈরি। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, পুকুর সংস্কার করার সময় কাঁদার মধ্যে মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। ৫০ কেজি ওজনের প্রাচীন মূর্তিটি সম্ভবত কষ্টিপাথরের। যদি কষ্টিপাথরের হয় তাহলে মূর্তিটির আনুমানিক মূল্য হবে প্রায় কোটি টাকা। প্রাচীনকালের এই মূর্তিটি সরকারি সম্পদ তাই প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, মূর্তিটি আপাতত থানায় রাখা হয়েছে। পুলিশ সুপারের সাথে আলোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version