Site icon Jamuna Television

দেশে করোনার জন্য ডেডিকেটেড আইসিইউ আছে ১১২টি

করোনা মোকাবেলায় দেশে বর্তমানে ১১২টি ডেডিকেটেড আইসিইউ আছে। এবং পর্যায়ক্রমে এর পরিধি আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ এক অনলাইন ব্রিফিং-এ এমন তথ্য দেয়া হয়।

ব্রিফিং-এ আরো বলা হয়, ঢাকা মহনগরীর হাসপাতালগুলোতে সর্বমোট
ঢাকাতে ১৫৫০ টি আইসোলেশন বেড ও ঢাকা মহানগরীর বাহিরে ও দেশের অন্যান্য হাসপাতালগুলোতে ৬১৪৩ টি বেড সহ মোট ৭৬৯৩ টি আইসোলেশন বেড আছে।

একইসাথে দেশে করোনার জন্য ডেডিকেটেড ৪০টি ডায়ালাইসিস সেন্টার আছে বলেও জনানো হয়।

Exit mobile version