Site icon Jamuna Television

বগুড়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

বগুড়া ব্যুরো:

বগুড়ার শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে বহুলজান (৫৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কিচক ইউনিয়নের শালদহ পশ্চিমপাড়া এলাকায়।

বৃহস্পতিবার পুলিশ বহুলজানের মরদেহ উদ্ধার করলেও অভিযুক্ত মোকছেদ আলী শেখ ঘটনার পর থেকেই পলাতক।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বহুলজান মোকছেদ আলীর দ্বিতীয় স্ত্রী।

প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। বুধবার বিকেলেও মোকছেদ এ নিয়ে মারপিট করেন তার স্ত্রী বহুলজানকে। রাতে আবারও ঝগড়া বাধে তাদের এবং আরেক দফা বহুলজানকে মারপিট করেন মোকছেদ।

বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা দেখতে পায় বাইরে থেকে বাড়িতে তালা ঝোলানো এবং আঙিনায় বহুলজানের মরদেহ পড়ে রয়েছে। থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান পুলিশের এক কর্মকর্তা।

Exit mobile version