Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে ৬ হাজার মৃত্যু

২৪ ঘণ্টায় আরও সাড়ে ছয় হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। সারাবিশ্বে মৃতের সংখ্যা ৮৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১৫ লাখেল বেশি। প্রতি মিনিটে সংক্রমিত হচ্ছেন ৫৯ জন। গেলো কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও, সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র।

অঞ্চলের হিসেবে কোভিড নাইনটিনে মৃত্যু সবচেয়ে বেশি ইউরোপে। এরইমধ্যে, মারা গেছেন ৬২ হাজারের বেশি মানুষ। স্পেন-ইতালি-যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি-এ ৫ দেশেই, আক্রান্ত প্রায় ৬ লাখ।

তবে দেশের হিসেবে সবচেয়ে ভয়াবহ সময় পার করছে যুক্তরাষ্ট্র। ৮ এপ্রিল পর্যন্ত মাত্র ১৯ দিনে দেশটিতে সংক্রমণ বেড়েছে ৩০ গুণ। যেখানে মহামারির অন্যান্য কেন্দ্রস্থলে সংক্রমণ লাখের কোঠা ছাড়াতে সময় লাগে, এক-দেড় মাসের বেশি।

করোনায় এখন প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন প্রায় ৮৫ হাজার মানুষ; অর্থাৎ, মিনিটে ৫৯ জন। বিশ্বের নানা প্রান্তে প্রতি মিনিটে নিভে যাচ্ছে কমপক্ষে পাঁচটি প্রাণ। পরিস্থিতির উন্নতি না হওয়ায়, লকডাউনের সময় বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো।

Exit mobile version