Site icon Jamuna Television

বিশ্বকাপ জার্সি বিক্রির টাকা করোনার চিকিৎসায় দিলেন বাটলার

প্রায় ৬৮ লাখ টাকায় বিক্রি হল ইংলিশ ক্রিকেটার জস বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি। যার পুরো অর্থ ব্যয় করবেন ২ হাসপাতালের করোনা চিকিৎসার সরঞ্জাম কেনায়।

ইবে’র মাধ্যমে অনলাইনে জার্সিটি নিলামে তোলেন বাটলার। ৮২ জন এই জার্সিটির দাম হাকান। শেষ পর্যন্ত বিক্রি হয় ৬৫ হাজার ১০০ পাউন্ডে। এ অর্থ যাবে রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ড হাসপাতালে। নিজ দেশের প্রথম বিশ্বকাপ এনে দেয়া জার্সিতে অটোগ্রাফ রয়েছে বিশ্বকাপ জয়ী দলের সব সদস্যের।

করোনা মহামারির থাবা পড়েছে ইংল্যান্ডেও। দেশের এমন দুর্যোগের সময়ে, মানবতার কল্যাণে নিজের অমূল্য সংগ্রহটি নিলামে তুলতে কুন্ঠাবোধ করেননি উইকেটপিপার-ব্যাটসম্যান বাটলার।

Exit mobile version