Site icon Jamuna Television

দোকানের রঙ গোলাপী করায় শহর ছাড়া

দোকানের রঙ গোলাপী করায় শহর ছাড়তে বাধ্য করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে ব্রিটেনের পশ্চিম ইয়র্কশায়ার শহরে।

২৭ বছর বয়সী অলিভিয়ার দাবি, “আলাদাভাবে চেনাতে এবং বাচ্চাদের আকৃষ্ট করতে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে তার মেয়েদের কাপড়ের দোকানে গোলাপী রঙ করেন তিনি। রঙ করার পর থেকেই নগরীর কাউন্সিল কর্মকর্তারা প্রতিদিনই এসে তাদের বলত, এ রঙটি কুৎসিত ও বিরক্তিকর।

প্রতিনিয়ত এমন আচরণে অতিষ্ঠ হয়ে তিনমাস পর তিন দোকান বন্ধ করে শহর ছেড়ে যান বলে জানান তিনি।

কিন্তু প্যারিশ কাউন্সিল চেয়ারম্যান অলিভিয়াকে হয়রানির অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, “আমি তাকে সাহায্য করতে চেষ্টা করেছি, কেননা বেশ কিছু মানুষ এ নিয়ে অভিযোগ করেছিল। এমন কিছু (শহর ছাড়া) করার কোনো ক্ষমতাই কাউন্সিলের নেই-এমনকি আমরা তাকে কোনো নোটিশও দেইনি।

Exit mobile version