Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনায় ১০০ ছুঁলো প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১০০ ছুঁলো প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা। এরমাঝে, শুধু নিউইয়র্কের বাসিন্দাই ৯৩ জন। দেশটিতে একদিনেই ৪ বাংলাদেশির মৃত্যু হলো করোনাভাইরাসে।

এরমধ্যে রয়েছেন চিকিৎসক রেজা চৌধুরী। ধারণা করা হচ্ছে, রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হন তিনি।

এদিকে, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য জামিল সারোয়ার জনির বাবা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন একইদিনে। তার মাও প্রাণঘাতী মহামারিটির সাথে হাসপাতালে লড়াই করছেন।

এর আগেও, দেশটিতে কোভিড নাইনটিন আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী আরেক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইফতেখার উদ্দিন। আরও অনেক বাংলাদেশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Exit mobile version