Site icon Jamuna Television

অপ্রয়োজনীয় ভ্রমণ করায় অস্ট্রেলিয়ায় মন্ত্রীকে জরিমানা

করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া জুড়ে রয়েছে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা অমান্য করায় অস্ট্রেলিয়ার রাজ্য সরকারের শিল্পকলামন্ত্রী ডন হারউইনকে জরিমানা করেছে দেশটির পুলিশ। ডন হারউইন দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের শিল্পকলামন্ত্রী।

ডন হারউইন গত কয়েক সপ্তাহ ধরে তাঁর সিডনির শহরতলির বাড়ি থেকে অবকাশকালীন বাড়িতে অপ্রয়োজনীয় যাতায়াত করেছেন বলে প্রমাণসহ অভিযোগ তোলে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার ওই অভিযোগের সূত্র ধরেই তাঁকে ১ হাজার ডলার জরিমানা করা হয়। এরপর অবশ্য তিনি ক্ষমা চেয়ে সিডনির বাড়িতে ফিরে আসেন।

সুত্র: দ্যা গার্ডিয়ান

Exit mobile version