Site icon Jamuna Television

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি:

সিলেটে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাতার প্রবাসী এই যুবক কয়েক মাস আগে দেশে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার টুকেরবাজার হায়দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক হায়দরপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে ফাহিম আহমদ (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version