Site icon Jamuna Television

অবশেষে খোঁজ মিলল মাওলানা সাদের

তাবলিগের মূল উদ্যোক্তা নিখোঁজ হয়ে যাওয়া মাওলানা সাদকে খুঁজে পেলো দিল্লি পুলিশ। সরকারি ভাবে দিল্লি পুলিশের তরফ থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা না হলেও দিল্লির জাকিরনগর এলাকায় যে বাড়িটিতে সাদ এখন রয়েছেন, সেটি চিহ্নিত করতে পেরেছে পুলিশ, খবর আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, ডাক্তারের পরামর্শে নিজে থেকেই নিভৃতবাসে রয়েছেন সাদ। ১৪ দিন নিভৃতবাসের সময়সীমা পেরিয়ে গেলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

সাদ ছিলেন নিজামুদ্দিন এলাকায় তাবলিগি মরকজের অন্যতম প্রধান উদ্যোক্তা। তাঁর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, তিনি প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ওই এলাকায় প্রথমে জমায়েত করেন এবং তারপরে জমায়েতে উপস্থিত সদস্যদের একটি ছ’তলা বাড়ির মধ্যে ঘিঞ্জি পরিবেশে প্রায় সপ্তাহখানেক রেখে দেন।

কেন্দ্র ও দিল্লি সরকারের অভিযোগ করেছে, মূলত জামাত সদস্যদের মারফতই দেশের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। না হলে এ দেশে সংক্রমিতের সংখ্যা আরও কম হতো।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, বর্তমানে মোট সংক্রমণের প্রায় ২৫ থেকে ৩০ শতাংশের পিছনে রয়েছেন তাবলিগ সদস্যরা।

যদিও নিজামুদ্দিন থানা লাগোয়া ওই বাড়িতে কিভাবে পুলিশের নজর এড়িয়ে প্রায় দু’হাজার জামাত সদস্য রয়ে গিয়েছিলেন, তার সদুত্তর নেই দিল্লি পুলিশের কাছে।

বিরোধীদের অভিযোগ, তাবলিগি জামাত মারফত সংক্রমণের দায় এড়াতে পারে না দিল্লি পুলিশ ও প্রশাসন।

Exit mobile version