Site icon Jamuna Television

রংপুরে ন্যায্যমূল্যের ৯০ বস্তা চাল জব্দের ঘটনায় ৭ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার রংপুর:

রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে কালোবাজারে বিক্রির সময় ওএমএসের ৯০ বস্তা চাল জব্দের ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিনুর তালুকদার জানান, গোপন সংবাদে বুধবার গভীর রাতে ভেন্ডাবাড়ি সড়কে অভিযান চালিয়ে মাহেন্দ্র ট্রাক্টর ভর্তি খাদ্য অধিদফতরের সিল দেয়া নব্বই বস্তা ওএমএস এর চাল জব্দ করা হয়। এসময়ের ট্রাক্টর চালক ইসমাইল, হেলপার রিয়াদ এবং শ্রমিক জাহাঙ্গীরকে আটক করা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় স্থানীয় ওএমএস ডিলার মনোয়ার হোসেন এবং চাল ব্যবসায়ী রবিউল ইসলামের সম্পৃক্ততার কারণে ওই ডিলার ও ব্যবসায়ীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, ত্রাণের ওই চাল ভেন্ডাবাড়ির রবিউল ইসলাম এর গোডাউন থেকে গভীর রাতে কালোবাজারে বিক্রি করার জন্য গাইবান্ধার সাদুল্লাপুরে নিয়ে যাওয়া হচ্ছিলো।

Exit mobile version