Site icon Jamuna Television

গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশনে অতিক্রম করার সময় বগি দুটি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মান্নান জানান, দিনাজপুর থেকে ঢাকার তেজগাঁওগামী মালবাহী ট্রেনের দুটি বগি সকাল ৮টা ২৫ মিনিটের দিকে জংদেবপুর জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। বগি দুটি উদ্ধারের জন্য উদ্ধারকারী ট্রেন খবর দেয়া হয়েছে।

তিনি আরো জানান, বগি লাইচ্যুত হওয়ায় জংশন সংলগ্ন জয়দেবপুর বাজার এলাকার রেলক্রসিংয়ে ট্রেনের পেছনের অংশ রয়েছে। এতে জয়দেবপুর বাজার- রাজবাড়ি সড়ক বন্ধ হয়ে পড়েছে।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী বর্তমানে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেন তিনি।

Exit mobile version