Site icon Jamuna Television

চাঁদপুরে লকডাউন না মানায় ৬৭ জনকে অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধিঃ

করোনাভাইরাস রোধে চাঁদপুরে লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং অযথা ঘুরাঘুরির দায়ে বিভিন্ন স্থানে পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

এতে সংক্রামক রোগ আইন ২০১৮ অনুযায়ী ৬৭ টি মামলা দয়ের করা হয়েছে। এসময় ৬৭ জন ব্যক্তিকে ৬৬ হাজার ৬শ ২০ টাকা জরিমানা করা হয়।

চাঁদপুরের ৮টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। করোনাভাইরাস সংক্রমণ রোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট মাজেদুর রহমান খান।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন ।

Exit mobile version