Site icon Jamuna Television

রাজশাহীতে করোনা সংক্রমিত সন্দেহে ২ জন আইসোলশনে

রাজশাহী প্রতিনিধিঃ

করোনা সংক্রমিত সন্দেহে রাজশাহীতে এক ছাত্র ও এক মাছ ব্যবসায়ীকে আইসোলশনে রাখা হয়েছে।

ওই ছাত্র নগরীর নওদাপাড়ার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী। এছাড়া মাছ ব্যবসায়ীও নওদাপাড়ার বাসিন্দা।

এদিকে চিকিৎসক জানিয়েছেন, তাদের করোনার উপসর্গ থাকায় শুক্রবার রাজশাহীর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা।

Exit mobile version