Site icon Jamuna Television

শনিবার বসবে পদ্মা সেতুর ২৮তম স্প্যান

শরীয়তপুর প্রতিনিধি:

শনিবার পদ্মা সেতুতে যুক্ত হবে আরও একটি স্প্যান। ২৮ তম স্প্যানটি বসানো হবে ২০ ও ২১ নম্বর পিয়ারের ওপর। এর ফলে দৃশ্যমান হতে যাচ্ছে সেতুর ৪ হাজার ২ শ মিটার।

শুক্রবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন ইয়ান তিয়ান রওনা দেয়। ঠিক মাঝ নদীর ২০ ও ২১ পিয়ার বরাবর রাখা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে শনিবার সকাল ৮টা থেকে পিয়ারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে।

গত ২৮ মার্চ ২৭ তম স্প্যান ২৭ ও ২৮ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। ৩১ মার্চ ৩৬ নম্বর পিয়ারের ঢালাই কংক্রিটের মধ্য দিয়ে শেষ হয় পদ্মা নদীর ৪২ টি পিয়ারের কাজ। এছাড়া নদীর উভয় প্রান্তে ৯১ টি ভায়া ডাকের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এর ফলে নদীর মধ্যে এবং উপরের ১শ৩৩টি পিয়ার এখন দৃশ্যমান।

দ্বিতল বিশিষ্ট স্টিল ও কংক্রিটের সেতুর উপরের অংশে রোড স্ল্যাব এবং নিচের অংশে রেল স্ল্যাব বসানোর কাজ চলছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, এখন গ্রীষ্মকাল চলছে। দুপুরের পর প্রকৃতির বিরূপ আচরণ লক্ষ্য করা যায়। তাই ঝুঁকি এড়াতে একদিন পরে পিয়ারের ওপরে বসানোর কাজ হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালেই ২০ এবং ২১ নম্বর পিয়ারের ওপর স্প্যান বসানো হবে।

Exit mobile version