Site icon Jamuna Television

আসছে সনি এক্সপেরিয়ার নতুন তিন মডেল

 

সোমবার দিনটি সনি’র জন্য ‘এক্সপেরিয়া ডে’ বলা যেতে পারে। কেনই বা নয়, এদিন কোম্পানিটি এক্সপেরিয়া’র তিনটি মডেল অবমুক্ত করে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস ২০১৮ প্রদর্শনীতে এক্সপিয়ার এক্সএ২, এক্সপেরিয়া এক্সএ২ আল্ট্রা, এবং এক্সপেরিয়া এল৩ আসার- এ তিন মডেল অবমুক্ত করা হয়।

সনি এক্সপেরিয়া এক্সএ২, এবং এক্সএ২ আল্ট্র

কি থাকছে সনির এই দুই স্মার্টফোনে? এতে মেডিয়াটেক হেলিও পি২০ এর পরিবর্তে স্ন্যাপড্রাগন ৬৩০ চিপসেট থাকছে। বাড়ানো হয়েছে ব্যাটারির সক্ষমতা; আগের মডেল এক্সএ১-এর ২৩০০ মিলিঅ্যাম্পের চেয়ে নতুন এক্সএ২-তে ব্যাটারির সক্ষমতা এক হাজার অ্যাম্পিয়ার বেশি। আগের মডেলের তুলনায় এক্সএ২ মডেলে ব্যাটারি চার্জও হবে দ্রুত। এতে থাকছে ৩জিবি র‌্যাম, ৩২ জিবি হার্ড ড্রাইভ, ৫.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে।

অপরদিকে এক্সএ২ আল্ট্রা মডেলটির ওজন আগের তুলনায় ৩৩ গ্রাম বেড়ে ২২১ গ্রামে দাঁড়াচ্ছে। এতে থাকছে ৪জিবি র‌্যাম, ৩২/৬৪ জিবি হার্ড ড্রাইভ, ৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে, মাইক্রো এসডি স্লট।

এছাড়া, দুটো মডেলেই থাকছে ২৩ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগা পিক্সেলে ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম। তবে আল্ট্রা মডেলটির ক্যামেরায় ১৬ মেগা পিক্সেল শ্যুটার লেন্স রয়েছে।

এক্সপেরিয়া এল২

এতে রয়েছে ১৩ মেগা পিক্সেল শ্যুটার ব্যাক ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাটি অপর দুই মডেলে মতো ৮ মেগা পিক্সেল। ব্যাটারির সক্ষমতা ২ হাজার ৬২০ মিলি অ্যাম্পিয়ার থেকে বাড়িয়ে ৩ হাজার ৩০০ মিলি অ্যাম্পিয়ার করা হয়েছে।

এক্সপেরিয়া এল২-এর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড ৭.১.১ নোগাট, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, এবং ওজন আগের মডেলের তুলনায় ২ গ্রাম বেড়ে দাঁড়াচ্ছে ১৭৮ গ্রামে।

জানুয়ারির শেষ নাগাদ সনি এক্সপেরিয়া এল২ বাজারে ছাড়া হলেও এক্সএ২ ও এক্সএ২ আল্ট্রা পাওয়া ফেব্রুয়ারি মাস থেকে। তবে এখনও পর্যন্ত ফোনগুলো দামের বিষয়ে কিছু জানায়নি সনি।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version