Site icon Jamuna Television

কালোবাজারে বিক্রির সময় সরকারি ৮৫ বস্তা চাল জব্দ

জামালপুরে কালোবাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৮৫ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে সদরের শাহবাজপুর ইউনিয়নের চিকারপাড়া এলাকায় ৩টি ইজিবাইকে করে এসব চাল নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন জানান, শাহবাজপুর এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় চাল ব্যবসায়ী রফিকের বাড়ির সামনে ৩ টি ইজিবাইক থেকে ৮৫ বস্তা চাল উদ্ধার করা হয়।

এঘটনায় ওই এলাকার ডিলার লুৎফর রহমানসহ কালোবাজারী আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

Exit mobile version