Site icon Jamuna Television

করোনা সতর্কতায় ব্যতিক্রমী জুমা আদায়

করোনা সতর্কতায় ব্যতিক্রমী জুমা আদায় হলো দেশে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সবখানেই, সংক্ষিপ্তভাবে শেষ হয় জুমা।

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের নিয়ে দুই রাকায়াত ফরজ নামাজ আদায় করা হয়। জুমার নামাজে আরবিতে খুৎবা হলেও বাংলায় কোন বয়ান করা হয়নি আজ। নামাজ শেষে সংক্ষিপ্ত দোয়া করা হয়।

অনেকে অবশ্য, নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররমে যান। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। করোনার বিস্তার রোধে জুমায় ১০ জনের বেশি মুসল্লি প্রবেশ করতে না দেয়ার নির্দেশনা দিয়েছিলো ইসলামিক ফাউন্ডেশন।

Exit mobile version