Site icon Jamuna Television

চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

শহরের বিভিন্ন এলাকায় ও বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষ লকডাউন মান্য করে ঘর থেকে বের হয়নি। তবে জরুরি প্রয়োজেন অল্প কিছু মানুষ বের হলেও আবার দ্রুত চলে গেছে ঘরে। অপরদিকে মতলব উত্তরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই যুবকের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।

সিভিল সার্জন জানান, বর্তমানে ওই যুবক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ি থেকে কেউ বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ৫৯৪জন বিভিন্ন জেলা থেকে চাঁদপুরে এসেছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Exit mobile version